সাকিবের ফর্ম নিয়ে চিন্তিত নন মাশরাফি
বেলফাস্টে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে ৪৪ রান করার পর এখন পর্যন্ত ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচ ও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও কিছুই করতে পারেননি সাকিব। বাঁচামরার ম্যাচে ওভালে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তবে সাকিব আল হাসানের ফর্ম নিয়ে দুশ্চিন্তা করছেন না টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ম্যাশের বিশ্বাস, দ্রুতই স্বরূপে ফিরবেন সাকিব। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘সাকিব সব সময়ই ভালো করে আসছে। প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছে সে। তবে সব সময় সেটা হয়ে ওঠে না।’ তবে সাকিবের ওপর যে এখনো আস্থা হারাননি তিনি, সেটাও স্পষ্ট করে জানালেন মাশরাফি। তিনি বলেন, ‘সে আমাদের দলের প্রধান খেলোয়াড়, এটা নিয়ে যেমন সংশয় নেই আর সে যে ফর্মে ফিরবে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই।’
ইংল্যান্ডের উইকেটের কারণেই হয়তো সাকিব বল হাতে খুব একটা ভালো করছেন না বলে মনে করছেন মাশরাফি। তিনি বলেন, ‘এখানে উইকেটও বেশ বড় একটা বিষয়। আগের ম্যাচেও সে সর্বোচ্চটা দিয়েছে। তবে সব সময় যেটা চাইছে সেটা হয়তো হচ্ছে না।’ সেই সঙ্গে ম্যাশ এটাও স্মরণ করিয়ে দিলেন, সাকিব খারাপ খেললে কিন্তু দলের বাকিদের ওপর চাপ পড়ে যায়। তিনি বলেন, ‘ও (সাকিব) যদি খারাপ করে, আমাদের জন্য ওই টুর্নামেন্টটা কঠিন হবে। তবে একজন ক্রিকেটার সব সময়ই একই ফর্মে খেলে যাবে, এটা আশা করাও কঠিন। সাকিব যদি ওর সামর্থ্যনুযায়ী না খেলতে পারে, তাহলে দলের বাকিদের অবদান বাড়াতে হবে।’