'সাকিব আমাদের সেরা খেলোয়াড়, এতে সন্দেহ নেই'
চ্যাম্পিয়নস ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসরে ফর্ম খরায় রয়েছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং বা বোলিং কোনো ক্ষেত্রেই্ সাফল্য পাননি তিনি। বাংলাদেশ দলের সবচেয়ে সেরা খেলোয়াড়ের বাজে ফর্ম নিয়ে চিন্তিত সবাই। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন ফর্ম দলের জন্য কিছুটা হতাশার হলেও, তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
চ্যাম্পিয়নস ট্রফিতে আজ সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এই ম্যাচ দিয়েই সাকিব ফর্মে ফিরবেন বলে বাংলাদেশ দলের অধিনায়কের বিশ্বাস।
গতকাল রোববার রাতে ইংল্যান্ডে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 'বড় টুর্নামেন্টে, বড় খেলোয়াড়ের ফর্মে না থাকাটা কিছুটা হতাশারই। অবশ্য সাকিব সবসময় পারফর্ম করে আসছে। তা ছাড়া সে যে এখন চেষ্টা করছে না, সেটাও ঠিক নয়। তবে তার ভালো না করার পেছেনে উইকেট একটা কারণ হতে পারে। সে যে উইকেটে খেলে অভ্যস্ত, এমনটা না পেলে ভালো করা সম্ভব নাও হতে পারে।'
এক-দুই ম্যাচ ভালো না খেললে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ঠিক হবে না বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, 'সাকিব যদি এই আসরে খারাপ করে তা আমাদের জন্য ক্ষতি হতেই পারে। কিন্তু সাকিব ফিরে আসবে কিনা, সাকিব সেরা খেলোয়াড় কিনা-এতে আমাদের কোনো সন্দেহনেই। তবে সে তার লেভেল অনুযায়ী খেলতে না পারলে অন্যদের অবদানটা বাড়াতে হবে। এমনটা হতেই পারে। একজন সেরা খেলোয়াড় সব সময় একই ফর্মে খেলে যাবে এটা আশা করাও ঠিক হবে না।'
বেশ কিছুদিন ধরেই খুব একটা ভালো খেলতে পারছেননা সাকিব আল হাসান। ব্যাটিংয়ে কোনো লম্বা ইনিংস নেই, বোলিংয়ে ভালো সাফল্য পাচ্ছেন না। বিশেষ করে এই চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে তাঁরব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বোলিংয়ে ৬২ রানদিয়ে কোনো উইকেট পাননি। আর ব্যাটহাতে মাত্র ১০ রান নিয়ে সাজঘরে ফিরে যান তিনি। এরপরই সাকিবের ফর্মখরা নিয়ে শুরু হয় সমালোচনা।