সেমিফাইনালে ইংল্যান্ড, টিকে আছে বাংলাদেশের আশাও
স্বাগতিক হিসেবে এবারের চ্যাম্পিয়নস ট্রফির অন্যতম ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছিল ইংল্যান্ডকে। সেই তকমার যথার্থতাও প্রমাণ করেছে ওয়েন মরগানের দল। টানা দুটি জয় দিয়ে প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে সেমিফাইনাল। প্রথম ম্যাচে বাংলাদেশের পর আজ ইংল্যান্ড ৮৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে।
৩১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের দারুণ নৈপুণ্যে ২২৩ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের ইনিংস। ৫৫ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন লিয়াম প্লাঙ্কেট। দুটি করে উইকেট গেছে আদিল রশিদ ও জ্যাক বলের ঝুলিতে।
নিউজিল্যান্ডের পক্ষে প্রায় একাই লড়াই করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। খেলেছেন ৮৭ রানের অধিনায়কোচিত ইনিংস। ৩১তম ওভারে উইলিয়ামসন আউট হওয়ার পর আর কোনো বড় জুটি গড়তে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। কিউইদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন রস টেলর। ৩৯ রান এসেছে টেলরের ব্যাট থেকে। শেষ পর্যায়ের ব্যাটিং বিপর্যয়ে ৪৪.৩ ওভারেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের ইনিংস।
ইংল্যান্ডের এই জয়ে সেমিফাইনালে যাওয়ার আশা টিকে আছে বাংলাদেশেরও। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশও যদি নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারে, তাহলে শেষ চারে যাওয়ার সম্ভাবনা থাকবে টাইগারদের। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে যেন ইংল্যান্ডও তাদের শেষ ম্যাচে হারাতে পারে অস্ট্রেলিয়াকে।
‘এ’ গ্রুপের দুই ম্যাচ শেষে এখন ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। রানরেটে এগিয়ে থেকে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। নিউজিল্যান্ড আছে সবার শেষে। বাংলাদেশ ও নিউজিল্যান্ড—দুই দলের ঘরেই জমা হয়েছে ১ পয়েন্ট করে।