যা চেয়েছি তা করে দেখিয়েছি : মাশরাফি
নিশ্চিতভাবে এই ম্যাচটা অনেকদিন মনে রাখবেন মাশরাফি। একেবারে খাদের কিনারে থেকে আবার ভেলা ভাসিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে ২০০৪ সালের পর কার্ডিফে আর একটি অবিস্মরণীয় জয় ছিনিয়ে আনল লাল-সবুজের দল। সতীর্থরা দারুণ লড়াই করে জয় ছিনিয়ে এনেছে এটা অনেক বড় পাওয়া মাশরাফির কাছে। সেমিফাইনালের পথটা এখনও অমসৃণ। তবে সহযোদ্ধাদের পারফরম্যান্সে দারুণ খুশি দলনেতা। জানালেন, সেমিফাইনালে যেতে পারলে দারুণ লাগবে তবে তার আগে প্রাথমিক লক্ষ্যপূরণ করতে পেরেছে তার দল। এতেই দারুণ খুশি তিনি।
মাশরাফি বলেন, ‘আমরা যা করতে চেয়েছিলাম, সেটা করে দেখিয়েছি। পাকিস্তান ও শ্রীলঙ্কা একটি করে ম্যাচে জয় পেয়েছে। আমাদেরও লক্ষ্য ছিল সেরকমই। তবে গ্রুপটা কঠিন হওয়ায় জেতা সহজ ছিল না। তবে যা চেয়েছি সেটা করে দেখিয়েছি আমরা।’
নিউজিল্যান্ডকে হারিয়ে অনেক কিছু প্রমাণ করেছে বাংলাদেশ। দল তবে এখানেই থেমে যেতে চান না ম্যাশ। তিনি বলেন, ‘এই ম্যাচ দিয়ে অনেক কিছু প্রমাণ করেছি আমরা। আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে চাই। এই ম্যাচটাকে সব ম্যাচ থেকে উপরে রাখব কারণ এই ধরনের কন্ডিশনে ম্যাচ জয় আত্মাবশ্বাস অনেক বাড়িয়ে দেয়।’
নিউজিল্যান্ডকে হারানোর ফলে বাংলাদেশের সামনে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সেমিফাইনালে না গেলেও খুব একটা মন খারাপ করবেন না মাশরাফি। তিনি বলেন, ‘জানি না আমরা সেমিফাইনালে খেলব কি না, খেললে তো ভালোই হয়। তবে না গেলেও কিছুই বলার নেই। আমরা অস্ট্রেলিয়ার হার তো চাইতে পারি না। দুই দলের প্রতিই শুভ কামনা থাকছে।’