নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বরেকর্ডও গড়েছে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে পুরো ক্রিকেট বিশ্বই বাংলাদেশের বন্দনায় মেতে রয়েছে। প্রশংসায় ভাসছেন মাশরাফি-সাকিব-মাহমুদউল্লাহরা। মাত্র ৩৩ রানে চার উইকেট হারিয়ে ফেলার পর যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, তা দেখে রীতিমতো বিস্মিত হয়েছেন ক্রিকেটবোদ্ধারাও, এও কি সম্ভব! এই অসম্ভব কাজকে সম্ভব করে একটি বিশ্বরেকর্ডও গড়েছে বাংলাদেশ।
মাত্র মাত্র ৩৩ রানে চার উইকেট খুইয়ে ২৫০-এর বেশি রান তাড়া করে জিতে এই রেকর্ড গড়েছে বাংলাদেশ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে এই রেকের্ডটি ছিল ভারতের দখলে। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে মাত্র ৩৬ রানে চার উইকেট হারিয়েও ২৫০ রান তাড়া করে জিতেছিল সৌরভ গাঙ্গুলীর ভারত। যুবরাজ সিংয়ের অসাধারণ সেঞ্চুরিতে খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে এনেছিল তারা।
বাংলাদেশ এবার সেই রেকর্ডটি ছাড়িয়ে গেছে। লাল-সবুজের দল ২৬৫ রান তাড়া করে জিতে নতুন এই রেকের্ড গড়েছে। সাকিব-মাহমুদউল্লাহর অসাধারণ দুটি সেঞ্চুরিতে এই জয় পায় বাংলাদেশ।
অবশ্য সাকিব-মাহমুদউল্লাহর জুটিতে এর আগে আরেকটি রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ওয়ানডেতে যে কোনো জুটিতে বাংলাদেশের পক্ষে ২০০ রানের জুটি গড়েন তাঁরা। ৩৩ রানে ৪ উইকেট পড়ার পর জুটি বেঁধেছিলেন, এরপর টেনে নিয়েছেন দলকে। এই জুটি ২২৪ রানের চমৎকার জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
বাংলাদেশের আগের সবচেয়ে বড় জুটি ছিল তৃতীয় উইকেটে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ১৭৮ রানের জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তামিম ও মুশফিক ভেঙেছিলেন হাবিবুল বাশার ও রাজিন সালেহ জুটির রেকর্ড। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ফতুল্লায় ১৭৫ রানের জুটি গড়েছিলেন দুজন।