‘সেমিফাইনালেও নিজেদের সেরাটা দেবে বাংলাদেশ’
স্বপ্নও কি এতটা সুন্দর হয়! বাংলাদেশ ক্রিকেট দল এখন যেভাবে খেলছে, সেটাকে স্বপ্নের চেয়ে বড় কিছু বললে ভুল বা বাড়িয়ে বলা হবে না। এই প্রথম আইসিসির কোনো টুর্নামেন্টে সেমিফাইনালে খেলছে বাংলাদেশ। দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে এটা আসলেই স্বপ্নের চেয়েও বড়। তবে এখানেই থেমে গেলে চলবে না। আরো অনেক পথ পাড়ি দিতে হবে টাইগারদের। এমনটাই জানালেন দলটির অধিনায়ক মাশরফি বিন মুর্তজা। ভালো খেলার সঙ্গে কিছুটা ভাগ্যের সহায়তাও পেয়েছে বাংলাদেশ, বিষয়টা স্বীকার করলেন মাশরাফি। সেমিফাইনালেও নিজেদের সেরাটা দিতে চান টাইগার দলনেতা।
শনিবার ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে যাওয়ার পরই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাশরাফি জানিয়েছেন, তিনি ও তাঁর দল এই সাফল্যে দারুণ গর্বিত। এখন আরো সামনে এগিয়ে যেতে চান তিনি। মাশরাফি আরো জানান, সেমিফাইনালেও নিজেদের সেরাটা দিতে চায় বাংলাদেশ। তবে জয়-পরাজয় নিয়ে ভাবছেন না তাঁরা। তিনি বলেন, ‘সেরা দলগুলোই সেমিফাইনালে এসেছে। এই ম্যাচেও নিজেদের সেরাটা দিতে হবে আমাদের। এ মুহূর্তে প্রতিপক্ষ নিয়ে ভাবছি না আমরা।’
মাশরাফির কাছে জানতে চাওয়া হয়েছিল, সেমিফাইনালে কে হতে পারে বাংলাদেশের প্রতিপক্ষ। উত্তরে মাশরাফি তাঁর সরস জবাবে বলেন, ‘আমরাই তো সেমিফাইনালের জন্য নিশ্চিত ছিলাম না। আর এখন আমরাই বাছাবাছি করলে কেমন হয়ে যায়, তাই না? এ ধরনের টুর্নামেন্টের সেমিফাইনালে এসে আপনি কার সঙ্গে খেলবেন, সেটা বলা কঠিন। তবে যে দলই হোক না কেন, আমাদের নিজের পরিকল্পনামতো খেলতে হবে।’