টস জিতলে বাংলাদেশও আগে বোলিং নিত
উইকেট নয়, বাংলাদেশের জন্য বড় সমস্যা বার্মিংহামের কন্ডিশন এবং নতুন বল সামল দেওয়া। তা ঠিকভাবে সামলাতে পারলে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের পক্ষে ভালো কিছু করা সম্ভব হতেও পারে। কারণ এই উইকেটে যে ভালো ভালো সংগ্রহ দাঁড় করানো সম্ভব, তা প্রমাণ হয়েছে এর আগের ভারত-পাকিস্তান ম্যাচে। ভারত প্রথমে ব্যাট করতে নেমে তিন শতাধিক রান করেছিল। তারপরও কন্ডিশনের কথা বিবেচনা করে টস জিতলে বাংলাদেশও আগে বোলিংয়ে যেত বলে জানিয়েছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বার্মিংহামে টসের পর ধারাভাষ্যকার ইয়ান বিশপ মাশরাফিকে প্রশ্ন করেছিলেন, বোলিং না ব্যাটিং—টস জিতলে আপনি কী বেছে নিতেন? এক প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক কোনো সময় না নিয়েই বলেন, ‘আমরাও আগে বোলিং নিতাম।’
তার কারণ উইকেট একেবারেই নতুন। ম্যাচের পুরোটা সময় উইকেটের ধরন একই থাকার কথা। তা ছাড়া কিছু মেঘাচ্ছন্ন আবহাওয়া, যা বড় ম্যাচে ভূমিকা রাখতে পারে। তাই যে দলই টস জিতত, তারাই আগে বোলিংয়ে যেত।
পরে মাশরাফি আরো বলেন, ‘গত দুই বছরে বাংলাদেশের ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে। ২০১৫ বিশ্বকাপেও গ্রুপ পর্ব পেরিয়েছিলাম। এখনই সময় আরো এগোনোর। আশা করছি আজকের ম্যাচেও সাফল্য পাব।’
আজকের ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত ও বাংলাদেশ। অবশ্য টুর্নামেন্টে হার দিয়ে যাত্রাটা শুরু করে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বড় সংগ্রহ করেও হারতে হয় মাশরাফিদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা পরিত্যক্ত হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে যায় লাল- সবুজের দল। তবে শেষ চার নিশ্চিত করার জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফলের দিকে। সেই ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪০ রানের দারুণ জয় পায় ইংল্যান্ড। যার ফলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠেন মাশরাফিরা।