‘সৌরভ গাঙ্গুলী, সাব্বির আলী বলছেন কেন?’
এরই মধ্যে ৪২টা ওয়ানডে ম্যাচ খেলে ফেলেছেন সাব্বির রহমান। গত বিশ্বকাপে ডানহাতি এই ব্যাটসম্যানের বেশ প্রশংসা করছিলেন সৌরভ গাঙ্গুলী। তবে এবার সাব্বির রহমানের নামটা ভুল উচ্চারণ করছেন প্রিন্স অব কলকাতাখ্যাত সৌরভ গাঙ্গুলী। সাব্বির রহমানের জায়গায় সাব্বির আলী নামে ডাকছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
সাব্বির রহমানকে সাব্বির আলী বলে ডাকায় সাবেক ভারতীয় এই ক্রিকেটারের ওপর বেশ চটেছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন অনেকেই।
মেহেদী সোজাত নামে একজন লিখেছেন, ‘সৌরভ গাঙ্গুলী, সাব্বিরের নামের শেষে রহমান, আলী না।’ মাহবুব আমিন নামের একজন লিখেছেন, ‘সৌরভ গাঙ্গুলী, আপনাকে যদি কেউ সৌরভ দাস বলে ডাকে আপনার ভালো লাগবে? আপনি কনটিনিউয়াসলি সাব্বির রহমানকে সাব্বির আলী বলতেছেন কেন?’
মুরাদ আলী নামে একজন লিখেছেন, ‘সৌরভ গাঙ্গুলী যেভাবে সাব্বির রহমানকে সাব্বির আলী বলছিলেন তাতে সম্ভবত সাব্বির বিরক্ত হয়ে আউট হয়ে গিয়ে নিজেই কমেন্ট্রি বক্সে চলে গিয়েছে ভুল শুধরে দিতে!’
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুটা ভালো করতে পারেনি টাইগাররা। ৩১ রানে দুই উইকেট হারিয়ে বসে মাশরাফির দল। শুরুতেই সৌম্য বিদায় নেন। এরপর সাব্বির রহমান বেশ ভালো খেলছিলেন। দারুণ কয়েকটি শট খেলে দ্রুতই ১৯ রানে পৌঁছে যান তিনি। জাসপ্রিত বুমরাহর বলে জাদেজাকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন সাব্বির।