শেবাগকে থামতে অনুরোধ করলেন আকরাম
ব্যাটিং করার সময় যেমন উদ্ধত ছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ততটাই উদ্ধত বীরেন্দর শেবাগ। টুইটারে সব সময় ‘কুচ পরোয়া নেহি’ ভাব নিয়ে টুইট করেন এই ভারতীয় ক্রিকেটার। বাংলাদেশ ভারতের ‘নাতি’ আর পাকিস্তান ভারতের ‘ছেলে’ এই বলে ভারতে বেশ আলোচিত হয়েছেন এই ব্যাটসম্যান। তবে দেশের বাইরে নিজের স্ট্যাটাসের কারণে দারুণ সমালোচিত শেবাগ। ভারতীয় এই ব্যাটসম্যানকে এবার থামার অনুরোধ জানালেন পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।
রোববার ভারত-পাকিস্তানের ফাইনাল ম্যাচ উপলক্ষে ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে শেবাগকে এমন অনুরোধ করেন ওয়াসিম। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘এবার অনেক হয়েছে। আমি বলতে চাই, এবার থামা উচিত। কেউ কারো ছেলে নয়, কেউ কারো বাবা নয়। আমি দুটি দেশের ক্রিকেটারদের অনুরোধ করছি, সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা যখন এসব কথা লিখি, তখন অনেকের ওপরই এর প্রভাব পড়ে। আমাদের দুটি দেশের সংস্কৃতি প্রায় একই রকমের। এ ধরনের কথা বলা বন্ধ হওয়া উচিত। কারণ দিনশেষে ক্রিকেট কেবলই একটি খেলা।’
এবারের চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ভারতের নাতি বলেছিলেন শেবাগ। আসরে প্রথম প্রস্তুতি ম্যাচে ৩০ মে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সেই ম্যাচের আগে ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসে হিন্দিতে ধারাভাষ্য দিচ্ছিলেন দেশটির পক্ষে দুটি ট্রিপল সেঞ্চুরির মালিক। এই সময় মন্তব্য করতে গিয়ে শেবাগ বলেন, ‘ছেলের বিপক্ষে খেলার আগে নাতির বিপক্ষে খেলছে ভারত।’ শেবাগ তাঁর কথায় পাকিস্তানকে ছেলে ও বাংলাদেশকে ভারতের নাতি বলে উল্লেখ করেন। বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম ফলাও করে সংবাদটি প্রচার করেছে।