সওজ প্রকৌশলীদের ঈদের ছুটি বাতিল
সড়ক ও জনপথের (সওজ) প্রকৌশলীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ নির্দেশ দিয়েছেন।
আজ রোববার থেকে ঈদের পর তিনদিন পর্যন্ত সওজ প্রকৌশলীদের ঈদের ছুটি বাতিল করে কর্মস্থলে থাকার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার রাজধানীর বনানীতে সওজ প্রকৌশলী সমিতির ইফতার অনুষ্ঠানে মন্ত্রী এ ঘোষণা দেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আগামী ২৬ বা ২৭ জুন ঈদুল ফিতর উদযাপন করা হবে। ঈদকে ঘিরে ঢাকা ছাড়ছে মানুষ। এজন্য বিভিন্ন মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া ফেরার সময়ও প্রতিবার যানজট হয়। এসব কারণে সড়ক ও মহাসড়কে সওজ প্রকৌশলীদের তদারকি বাড়ানোর লক্ষ্যে মন্ত্রী তাদের ছুটি বাতিলের ঘোষণা দিয়েছেন।