পাকিস্তানের কাছে হারে ধোনির বাড়ির নিরাপত্তা জোরদার
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে বিশাল ব্যবধানে হেরেছে ভারত। এই হারে ভারতীয় সমর্থকরা শুধু হতাশই হয়নি, অনেকেই চরম ক্ষুব্ধ হয়েছেন। বিশেষ করে রাঁচি ভারতীয় দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাড়ির সামনে অনেক সমর্থক স্লোগান দিয়েছে। তাই স্থানীয় পুলিশ প্রশাসন ধোনির বাড়িতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতের ব্যর্থতায় এর আগেও খেলোয়াড়দের বিরুদ্ধে সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেছিল। ২০০৭ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর ধোনির বাড়ির সামনে বিক্ষোভ করেছিল বেশ কিছু সমর্থক। তাই এবার আর কোনো ঝুঁকি নিতে চায়নি ঝাড়খণ্ড প্রশাসন। তারা আগে থেকেই ধোনির বাড়ির নিরাপত্তা জোরদার করে।
শুধু তাই নয়, ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় সমর্থকরা পুরোনো টিভি ভাঙচুর করে ক্ষোভ প্রকাশ করে। উত্তরাখণ্ডের হরিদ্বারেও একই ঘটনা ঘটেছে।
পুরো আসরে অসাধারণ খেলেও ফাইনালে ভারত এতটাই বাজে ক্রিকেট খেলেছে, যাতে সমর্থকদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। ফাইনালে পাকিস্তানের করা ৩৩৮ রানের জবাবে ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫৮ রানে। ধোনিরা এই ম্যাচে হেরেছে ১৮০ রানের বিশাল ব্যবধানে।