পাকস্থলীর ক্যানসারের লক্ষণ কী?
পাকস্থলীর ক্যানসার এখন বেশি প্রচলিত। হেলিকোব্যাক্টার পাইলোরি নামের একটি ব্যাকটেরিয়া পাকস্থলী ও ডুওডেনামে আলসার তৈরি করে। এটি পাকস্থলীতে প্রাথমিক পর্যায়ে ক্ষণস্থায়ী প্রদাহ, পরে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি করে। এর থেকে পাকস্থলীতে ক্যানসার হয়।
লবণে সংরক্ষিত খাবার, নাইট্রাইট ও নাইট্রেট জাতীয় খাবার, লবণ ও ধোঁয়াযুক্ত খাবার ইত্যাদির কারণে পাকস্থলীতে ক্যানসার হতে পারে। এ ছাড়া ধূমপায়ীদের পাকস্থলীতে ক্যানসারের হার বেশি।
পাকস্থলীর ক্যানসারের উপসর্গ
পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত ব্যক্তির শরীরে প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনো উপসর্গ দেখা যায় না। তবে পরবর্তী পর্যায়ে শরীরের ওজন কমে যাওয়া,পেটে ব্যথা, বমি বমি ভাব, রক্তবমি, কালো রক্তযুক্ত পায়খানা প্রভৃতি লক্ষণ দেখা দিতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই রোগীর ওপরের পেটে চাকা থাকে। অনেকে জন্ডিসে আক্রান্ত হতে পারে। পাকস্থলীর ক্যানসারের রোগী জন্ডিসে আক্রান্ত হলে বুঝতে হবে ক্যানসারটি লিভারে ছড়িয়ে পড়েছে। অনেকের পেটে পানি আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ক্যানসারটি ঘাড়ের লসিকা গ্রন্থিতে ছড়াতে পারে। নারীদের ক্ষেত্রে ডিম্বাশয়েও ছড়িয়ে পড়তে পারে। এমনকি হাড়, পেরিটোনিয়ামও এ ক্যানসার ছড়িয়ে পড়ে রোগীর অবস্থা আরো খারাপ করে ফেলে।
লেখক : মেডিকেল অফিসার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল