নিজ এলাকায় ঈদ করবেন আ. লীগের মনোনয়নপ্রত্যাশীরা
আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীরা নিজেদের নির্বাচনী এলাকায় ঈদুল ফিতর উদযাপন করবেন। এর মধ্য দিয়ে তাঁরা নিজেদের অবস্থান চাঙ্গা করার পাশাপাশি নির্বাচনী প্রচারের কাজ চালাবেন।
দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ফোনালাপে এই তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নোয়াখালী-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) ওবায়দুল কাদের জানান, তিনি ঈদ করবেন তাঁর নির্বাচনী এলাকায়। কুষ্টিয়া-২ আসনের এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জনসম্পৃক্ততা বাড়াতে ঈদ করবেন নিজ এলাকায়। একইভাবে ঢাকা-১৩ আসনের জাহাঙ্গীর কবির নানক, চাঁদপুর-৩ আসনের ডা. দীপু মনি ও ফরিদপুর-১ আসনের আবদুর রহমানও নিজ নিজ এলাকায় ঈদ করবেন বলে জানিয়েছেন।
দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম জানান, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাইবেন বলে তিনি নিজ নির্বাচনী এলাকা শরীয়তপুর ২-এ যাবেন। এর আগে তিনি দরিদ্রদের মধ্যে পোশাক বিতরণ ও আর্থিক সহায়তায় অংশ নেবেন। তবে ঈদ করবেন ঢাকায়।
আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আগামী নির্বাচনে মনোনয়ন চাইবেন। সে জন্য এবারের ঈদ করবেন তাঁর নিজ এলাকা নেত্রকোনায়। তাঁর নির্বাচনী এলাকা নেত্রকোনা-৫।
শরীয়তপুর-১ আসনের এমপি বি এম মোজাম্মেল হক, দিনাজপুর-২ আসনের খালিদ মাহমুদ চৌধুরী ও জয়পুরহাট-২ আসনের আবু সাঈদ আল মাহমুদ স্বপন তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন।
তবে মনোনয়নপ্রত্যাশী নন, এমন সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দীন সিরাজ (সিলেট) ও মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম) কেবল নাড়ির টানে যাবেন বাড়ি। তবে থেমে থাকবে না দলীয় প্রচার।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন (পটুয়াখালী-১), ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী (চাঁদপুর-৩), সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল (নেত্রকোনা-৩), নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা, আওয়ামী লীগের গত কমিটির সাবেক নেতা শফী আহমেদ (নেত্রকোনা-৪), বর্তমান কমিটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন (চট্টগ্রাম-১৫), কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি (জামালপুর), কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাউসার (নরসিংদী-৫), ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন (গাইবান্ধা-৫) নিজ এলাকায় ঈদ করবেন।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘আমার এলাকার মানুষ আমাকে ভালোবাসে। তাদের সুখে-দুঃখে আমি পাশে থাকি, আমার সুখে-দুঃখেও তারা আমার পাশে থাকে। সে কারণে আমি আমার এলাকার মানুষের সঙ্গে ঈদ করব।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি জনপ্রতিনিধি। সে হিসেবে আমি এই পবিত্র দিনে জনবিচ্ছিন্ন থাকব কেন? সকল উৎসবে আমি তাদের পাশে ছিলাম, আছি এবং থাকতে চাই।’
নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, ‘এলাকার জনগণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নেব। আমার এলাকার জনগণের সঙ্গে আমার সখ্য আছে। সেটাকে আরো দৃঢ় করতেই তাদের সঙ্গে ঈদ করার সিদ্ধান্ত নিয়েছি।’
তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘দল থেকে মনোনয়ন দিলে নির্বাচন করতে চাই। তবে দলের সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করার ইচ্ছা নেই। আমার এলাকার মানুষ আমাকে ব্যাপকভাবে চায়। আমাকে ভালোবাসে। সে কারণে আমাদের প্রধান ধর্মীয় উৎসব তাদের সঙ্গেই করতে যাচ্ছি।’