হোটেলে দুই ব্যক্তি বলেন, ‘উনি দেশের বড় বুদ্ধিজীবী’
কবি ও কলামিস্ট ফরহাদ মজহার খুলনার নিউমার্কেট এলাকায় ‘গ্রীল হাউস’ নামক রেস্তোঁরায় রাতের খাবার খেয়েছিলেন বলে জানিয়েছেন রেস্তোঁরার মালিক আবদুল মান্নান। খাওয়ার সময় দুই ব্যক্তি ফরহাদ মজহারের গতিবিধির ওপর নজর রাখছিলেন। খাবার পরিবেশনকারী রেজাউলকে ওই দুই ব্যক্তি বলেন, ‘তুমি যাকে খাওয়াচ্ছো তাঁকে চেনো? উনি দেশের বড় বুদ্ধিজীবী।’
গতকাল সোমবার ভোরে শ্যামলীর রিং রোডের বাসা থেকে বের হয়েছিলেন ফরহাদ মজহার। স্বজনরা অভিযোগ করেন, এরপর ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছিল। পরে রাত সোয়া ১১টার দিকে যশোরের নোয়াপাড়া এলাকায় হানিফ পরিবহনের একটি বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধার করা হয়।
গ্রীল হাউসের মালিক আবদুল মান্নান জানান, সোমবার রাত ৮টা ৩৫ মিনিটে তিনি গ্রীল হাউসে একাই প্রবেশ করেন। দরজার দিকে পেছন ফিরে তিনজনের জন্য রাখা টেবিলে একাই বসেন। তিনি জানান, ফরহাদ মজহার ভাত, সবজি ও ডালের কথা বলেন। তিনি আরো জানান, এ সময় ফরহাদ মজহারকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। মনে হচ্ছিল তাঁর চোখে অনেক ঘুম।
ফরহাদ মজহারকে খাবার পরিবেশন করেন রেজাউল নামে এক কর্মচারী। ফরহাদ মজহারের পোশাক ও অবস্থা দেখে কিছুটা অবাক হন বলে জানান রেজাউল। এ সময় রেজাউলকে ডেকে রেস্তোরাঁর অন্যপ্রান্তে বসা দুই ব্যক্তি কথা বলেন।
রেজাউল জানান, ওই দুই ব্যক্তি তাঁকে (রেজাউল) প্রশ্ন করেন, ‘এই তুমি যাকে খাওয়াচ্ছো তাঁকে চেনো?’ রেজাউল না-সূচক জবাব দিলে ওই দুই ব্যক্তি জানান, ‘উনি দেশের বড় বুদ্ধিজীবী।’
রেজাউল আরো জানান, ফরহাদ মজহার ওই রেস্তোঁরা ত্যাগ করার পর তাঁরাও চলে যান। এশার নামাজ শেষে আবদুল মান্নান হোটেলে এসে টিভি দেখে নিশ্চিত হন একটু আগে যাঁকে তাঁরা রাতের খাবার খাইয়েছেন, তিনিই সেই ব্যক্তি।