‘যত দিন ইচ্ছা খেলবেন মাশরাফি’
সম্প্রতি বিষয়টা বেশ আলোচনায় এসেছে, মাশরাফি কেন এখনো খেলা চালিয়ে যাচ্ছেন? তা ছাড়া ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলতে পারবেন কি-না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বিষয়টি নিয়ে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার এই নায়ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, মাশরাফিকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনো চিন্তা বোর্ডের নেই।
মাশরাফির বিকল্প এখনো তৈরি হয়নি বলেও মনে করেন নাজমুল হাসান। আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে তিনি বলেন, ‘মাশরাফিকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনো চিন্তা বোর্ডের নেই। তা ছাড়া মাশরাফির বিকল্পও এখনো তৈরি হয়নি। তাই সে যত দিন ইচ্ছা খেলে যেতে পারবে।’
বিসিবি সভাপতি কয়েক দিন আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, মাশরাফির টি-টোয়েন্টি থেকে অবসর একটি প্রক্রিয়া মাত্র। এর পর থেকেই নানান গুঞ্জন শুরু হয়ে যায়। তবে এবার সেই গুঞ্জনের ডালপালা ভেঙে দিয়েছেন তিনি নিজেই। পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়ানডে অধিনায়কের দায়িত্বে আপাতত মাশরাফিই থাকছেন।
অবশ্য মাশরাফি কয়েক দিন আগে এনটিভিকে বলেছিলেন, ‘কারো দয়া-দাক্ষিণ্যে নয়, নিজের যোগ্যতায় ক্রিকেট খেলছি। ২০১৫ সালের বিশ্বকাপে আমার নেতৃত্বে দল কোয়ার্টার ফাইনালে উঠেছে। কিন্তু ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত কঠিন পরিশ্রমের কারণেই আবার দলে ফিরে আসতে পেরেছি। বড় কথা, সবার সঙ্গে তাল মিলিয়ে খেলতে গেলে আমাকে আলাদা করে অনুশীলন করতে হয়। এখানে আসলে সহানুভূতির কোনো জায়গা নেই।’