বনানীতে আরেক ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন ১৭ আগস্ট
রাজধানীর বনানীতে জন্মদিনের পার্টির কথা বলে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে আবার এক তরুণীকে রাতভর ধর্ষণের অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ দিন নির্ধারণ করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
গত ৫ জুলাই ধর্ষণের অভিযোগে রাতে মামলাটি দায়ের করা হয়।
মামলার বরাত দিয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) আলী আহমেদ জানান, গত জুলাই রাতে জন্মদিনের দাওয়াতের কথা বলে বনানীর ২ নম্বর রোডের ২১৪ নম্বর বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। বনানীর ন্যাম ভিলেজে ব্যবসায়ী বোরহান উদ্দিন বেলালের ছেলে বাহার উদ্দিন ইভানকে (২৮) মামলায় একমাত্র আসামি করা হয়েছে। পরে তাঁকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব।
পুলিশ আরো জানায়, তরুণী (২১) রাজধানীর বাসিন্দা।
এর আগে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় মামলা হয়। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তাঁর বন্ধু নাঈম আশরাফসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁরা কারাগারে আছেন।