মুক্তামণির জন্য দোয়া চাইলেন মুশফিক
মুক্তামণির জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। মুক্তামণির মাথায় হাত রাখলেন মুশফিক। দিয়েছেন সাহস।
আগামীকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ১০ বছরের শিশু মুক্তামণির অস্ত্রোপচার হবে। আজ শুক্রবার মুক্তামণিকে দেখতে হাসপাতালে যান মুশফিকুর রহিম।
সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে মুক্তামণির জন্য সবার দোয়া চেয়েছেন মুশফিক। একটি ছবিও প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা যায়, মুশফিক মুক্তামণির মাথায় হাত রেখে কথা বলছেন। এ সময় পাশে ছিলেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘কাল মুক্তামণির সার্জারি কার্যকর করা হবে। তার সুস্থতা কামনা করার জন্য আমি সবার কাছে দোয়াপ্রার্থী। ইনশাল্লাহ সে অপারেশনের পর খুব দ্রুত আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরবে। সবাই দোয়ার মধ্যে তাকে স্মরণ করবেন আশা করছি।’
সাতক্ষীরার মেয়ে মুক্তামণি মাত্র দেড় বছর বয়সে বিরল রোগে আক্রান্ত হয়। তার ডান হাতটি ফুলে যায়। ওই হাতটি থেকে দুর্গন্ধও বের হয়। রোগটি ছড়িয়ে পড়ছে তার বুক পর্যন্ত।
খবরটি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে মুক্তামণির বিষয়টি সবার নজরে আসে। গত ১১ জুলাই মুক্তামণি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।