মুক্তামনির সফল অস্ত্রোপচারে খুশি প্রধানমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির অস্ত্রোপচার সফল হওয়ার খবর পেয়ে খুশি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তামনির হাত অক্ষত রেখেই অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী আনন্দ প্রকাশ করেন বলে জানান ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।
বার্তা সংস্থা বাসসকে সামন্ত লাল সেন বলেন, ‘অপারেশন সফল হয়েছে খবরটি জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হয়েছেন। তিনি চিকিৎসকদের সাহস জুগিয়েছেন।’
তবে মুক্তামনির অস্ত্রোপচার এখানেই শেষ নয় বলে জানান এই চিকিৎসক। তিনি বলেন, পর্যায়ক্রমে আরো কয়েকটি অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে।
মুক্তামনির রক্তনালিতে টিউমার রয়েছে জানিয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, হাত রক্ষা করেই সফলভাবে অস্ত্রোপচার করা হয়েছে। ২২ সদস্যের একটি বোর্ড গঠন করে এ অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
এর আগে আজ সকাল ৯টায় মুক্তামনির অস্ত্রোপচার শুরু হয়। বার্ন ইউনিটের বর্তমান পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে বেলা ১১টায় শেষ হয় দুই ঘণ্টার সফল অস্ত্রোপচার।
এ বিষয়ে আবুল কালাম আজাদ জানান, মুক্তামনির অস্ত্রোপচার এখনো পুরোপুরি শেষ হয়নি। আরো চার থেকে পাঁচটি অস্ত্রোপচার করতে হবে। এখনো অনেক টিউমার রয়ে গেছে। চারদিন পর্যবেক্ষণের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রতি সপ্তাহে অন্তত একটি করে টিউমার অপসারণ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান এই চিকিৎসক।
আজ মুক্তামনির অস্ত্রোপচারের সময় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ১৫ জন সার্জন ও ঢামেক অ্যানেসথেশিয়া বিভাগের সাতজনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেলিন উপস্থিত ছিলেন।