সৌদিতে তাবুক আওয়ামী লীগের শোক দিবস পালন
জাতীয় শোক দিবস উপলক্ষে সৌদি আরবের তাবুক শহরের কেন্দ্রীয় আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে শহরের একটি রেস্তোরাঁয় ওই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, যাঁর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ১৫ আগস্ট রাতে হত্যা করা হয়। দেশি ও বিদেশি চক্রান্ত এ হত্যার সঙ্গে জড়িত। বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর চেতনাকে হত্যা করতে পারেনি ঘাতকরা। তিনি এখনো প্রতিটি ঘরে বেঁচে আছেন। একদিন প্রতিটি ঘরে বঙ্গবন্ধুর চেতনা জেগে উঠবে।
বক্তারা আরো বলেন, শোককে শক্তিতে পরিণত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিএনপি যতই ষড়যন্ত্র করুক না কেন, আওয়ামী লীগের উন্নয়নকে দাবিয়ে রাখতে পারবে না। কারণ প্রত্যেকটি মানুষের ভেতর বঙ্গবন্ধুর ও স্বাধীনতার চেতনা রয়েছে। এই চেতনায় দেশ এগিয়ে চলেছে। দেশের উন্নয়ন সমাদৃত হচ্ছে।
এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে বলে আশ্বাস ব্যক্ত করেন বক্তারা।
শুক্রবারের সভায় সভাপতিত্ব করেন জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মো. শাহ আলম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাবুক (সৌদি আরব) কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি খলিল মৃধা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুলকুতের রহমান ফারুক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তাবুক (সৌদি আরব) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালমান, সদস্য সচিব নাছির উদ্দিন বাবুল, উপদেষ্টা হাফিজুর রহমান, প্রধান উপদেষ্টা আবদুর রহমান, উপদেষ্টা আবুল খায়ের, সহসভাপতি মাজেদুর রহমান, সহসভাপতি আশরাফ উদ্দিন, সহসাধারণ সম্পাদক তাজুল ইসলাম নয়ন, আবদুল হাকিম ও রুবেল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম হাসান, তাবুক (সৌদি আরব) কেন্দ্রীয় জাতীয় পার্টির আহ্বায়ক মো. আলাউদ্দিন মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।