রায়ের পর্যবেক্ষণে জাতীয় সংসদকে ছোট করা হয়েছে
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণে জাতীয় সংসদকে ছোট করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, ‘রায়ের পর্যবেক্ষণে জাতীয় সংসদকে ছোট করা হয়েছে। সংবিধানে বলা আছে জনগণ হবে সকল ক্ষমতার উৎস। আর জনগণই সংসদ সদস্যদের নির্বাচিত করেন। জনগণের ভোটে নির্বাচিত এই সংসদকে কোনোভাবেই ছোট করার সুযোগ নেই।’
বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত অভিযোগ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ করে দিয়েছেন। আর খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছেন। জিয়াউর রহমান পাকিস্তানি পাসপোর্টধারী জামায়াত নেতা গোলাম আযমকে দেশে এনে রাজনীতিতে পুনর্বাসন করেছেন।’
জিয়াউর রহমান খুনিদের বিভিন্ন বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে এবং বঙ্গবন্ধু হত্যার বিচারের সব পথ রুদ্ধ করে দিয়েছিলেন বলেও এ সময় মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, ‘জিয়াউর রহমানের পথ অনুসরণ করে খালেদা জিয়া খুনিদের সংসদ সদস্য বানিয়ে মহান সংসদের বিরোধী দলের নেতা বানিয়েছিলেন।’
আলোচনা সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।