প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে প্রস্তুত আছি : রাহুল
ভারতে ২০১৯ সালে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে রাহুল তাঁর আগ্রহের কথা জানান।
যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের সফরে আছেন রাহুল গান্ধী। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন তিনি।
২০১৪ সালে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পদে দাঁড়িয়ে জয়ী হন মোদি। ধারণা করা হচ্ছে, ২০১৯ সালের নির্বাচনে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে লড়বেন তিনি। আর দলীয় মনোনয়ন পেলে সেই নির্বাচনে মোদির বিপরীতে লড়বেন রাহুল।
প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার বিষয়ে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী পদে নির্বাচনে আমি সম্পূর্ণ প্রস্তুত। আমাদের সংগঠিত রাজনৈতিক দল রয়েছে। দলই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।’
কংগ্রেসের সহসভাপতি বলেন, মোদি সরকারের হিন্দুত্ববাদী মৌলবাদী রাজনীতি ভারতের মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। তিনি আরো বলেন, পণ্য ও সেবা করের (জিএসটি) ত্রুটিপূর্ণ বাস্তবায়ন এবং গত বছরের নোট নিষিদ্ধকরণের ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গেছে। এ কারণে দেশের কৃষি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষকরা গভীর হতাশায় পড়েছেন।
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো বিমানবন্দরে পৌঁছালে সেখানকার কংগ্রেসের শীর্ষ রাজনীতিকরা রাহুল গান্ধীকে অভ্যর্থনা জানান। এ সফরে তিনি যুক্তরাষ্ট্র সফররত বিভিন্ন দেশের রাজনীতিক ও চিন্তকদের সঙ্গে কথা বলবেন।