বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা বেড়ে ৪ লাখ ৮০ হাজার
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা চার লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে।
আজ মঙ্গলবার দাতা সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত জোট ইন্টার-সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন করে ৩৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। নতুন রোহিঙ্গাদের দুটি শরণার্থী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।
রাখাইনে বেশ কয়েকটি পুলিশ ফাঁড়িতে বিদ্রোহীদের চালানো হামলার প্রতিক্রিয়ায় সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর নির্বিচারে হামলা ও গণহত্যা শুরু করে। এর পরিপ্রেক্ষিতে গত ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে রোহিঙ্গা নাগরিকদের ঢল নামে। এই মুহূর্তে কক্সবাজারের বিভিন্ন শিবিরে অবস্থান করছে রোহিঙ্গারা।