তখন আমি অনেক ছোট ছিলাম : এভ্রিল
‘আয়োজক ও বিচারকরা আমাকে যোগ্য মনে করেছেন। কারণ, আমি এতদূর যুদ্ধ করে এসেছি। আমার পারফরম্যান্স অনেক ভালো ছিল।’ কথাগুলো গতকাল মঙ্গলবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিল।
সাক্ষাৎকারে এভ্রিল আরো জানান, বিচারকরা তাঁকে বলেছেন, তিনি ‘কুইক লারনার’। এ বিষয়ে এভ্রিল আরো বলেন, ‘যে বিষয়ে আমি মনোযোগী হই, সে বিষয়টা আমি করিই।’
আজ বুধবার বিকেল ৪টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে আয়োজকরা নতুন বিজয়ীর নাম ঘোষণা করবেন। এ বিষয়ে এভ্রিল বলেন, ‘সংবাদ সম্মেলনে নতুন বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সেখানে আমার নামও থাকতে পারে। দেখা যাক কী হয়। অনেকে বলেছে, আমার বিয়ে হয়েছে, কেন আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। এটা একটা প্রতারণা। কিন্তু আমি মনে করি না, আমার বিয়ে হয়েছে। যেখানে আমি একটা দিনও ছিলাম না। তখন আমি অনেক ছোট ছিলাম।’
৬৭তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করা হয় ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ শিরোনামের একটি প্রতিযোগিতা।
প্রায় দেড় মাস যাচাই-বাছাইয়ের পর গত শুক্রবার ঘোষণা করা হয় প্রতিযোগীর নাম। বিজয়ী হন চট্টগ্রামের মেয়ে জান্নাতুল নাঈম এভ্রিল। তবে প্রথমে জান্নাতুল সুমাইয়া হিমিকে বিজয়ী ঘোষণা করা হলেও তাৎক্ষণিকভাবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হিমি নন, বিজয়ী হয়েছেন এভ্রিল। আর হিমি হয়েছেন দ্বিতীয় রানারআপ। তবে এই বিতর্ককে ছাপিয়ে ওঠে এভ্রিলের বিয়ের খবর। নিয়ম অনুযায়ী এ প্রতিযোগিতার অংশগ্রহণকারীকে হতে হবে অবিবাহিত। বিয়ের খবর গোপন রাখার খবরটি প্রকাশ হওয়ার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনার ঝড় ওঠে।