মুকুট হারিয়ে দূত হলেন এভ্রিল
হারিয়েছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ। বিয়ে ও বিচ্ছেদের কথা গোপন করার দায়ে তাঁর মাথা থেকে নেমে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট উঠেছে আরেকজনের মাথায়। তবে একেবারে খালি হাতে ফিরতে হচ্ছে না এভ্রিলকে। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর লাভেলো আইসক্রিম তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করেছে।
আজ বুধবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন লাভেলোর ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক।
সংবাদ সম্মেলন থেকে নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে জেসিয়া ইসলামের নাম ঘোষণা করা হয়।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাতে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলের নাম। এরপর গত ছয়দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এভ্রিল ছিলেন সবচেয়ে আলোচিত নাম। বিজয়ী হওয়ার পর গণমাধ্যমে উঠে আসে তাঁর বিয়ে ও বিচ্ছেদের খবর। এর পরিপ্রেক্ষিতে ফেসবুক লাইভে এসে বিয়ে ও বিচ্ছেদের কথা স্বীকার করে নেন তিনি। তবে তাঁর দাবি, সে সময় বয়স কম থাকায় মতের বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়েছিল তাঁকে।