জেদ্দায় বাংলাদেশিদের জন্য প্রবাসী তথ্যসেবা কেন্দ্র চালু
সৌদি আরবের মদিনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী তথ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের অধীনে তথ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আওতায় বাংলাদেশের প্রতিটি থানাসহ প্রবাসে অবস্থানরত প্রত্যেক নাগরিক তথ্যপ্রযুক্তির আওতায় আসবে।
স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় জেদ্দায় বাংলাদেশ দূতাবাসে পরীক্ষামূলকভাবে প্রথম তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করেন একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের ইনোভেশন টিমের প্রধান ও যুগ্ম সচিব মো. মুস্তাফিজুর রহমান। এ সময় দূতাবাসের কনসাল জেনারেল বোরহান উদ্দিন, একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের ইনোভেশন স্পেশালিস্ট উপসচিব সাহিদা সুলতানা।
জেদ্দা কমিউনিটির নেতা সারতাজুল আলম দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে মো. মুস্তাফিজুর রহমান সেবা কেন্দ্রের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির পাসপোর্ট নবায়নের তথ্য আপডেটের মাধ্যমে ই-সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জেদ্দা ও মদিনার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।