‘সুপারম্যানের’ সুপার রেকর্ড
ওয়ানডের ফিফটি সেটাও মাত্র ১৬ বলে! দ্রুততম শতরানটিও মাত্র ৩১ বলে! দ্রুততম ১৫০ এসেছিল মাত্র ৬৪ বলে। টেস্টে ৭৯তম ইনিংসে এসে শূন্য রানে আউটের স্বাদ অনুভব করেন ডি ভিলিয়ার্স। সুপারম্যান বলার জন্য আর কীই বা গুণ থাকা দরকার? ক্রিকেটের ২২ গজে সব অসম্ভবকে সম্ভব করে চলেছেন তিনি। আর অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন, তিনিই তো সুপারম্যান!
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাটিং করার সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে যখন নামলেন, তাঁর দল তখন কিছুটা চাপে। সাকিব আল হাসানের জোড়া আঘাতে কাঁপছে প্রোটিয়া ইনিংস। তবে চাপ-টাপের থোড়াই কেয়ার করেন তিনি। ১০৪ বলে করলেন ১৭৬ রান। আর এবির মহাকাব্যিক ইনিংসের কাছে হেরে গেল বাংলাদেশ।
আজ কয়েকটি রেকর্ড করেছেন এবি ডি ভিলিয়ার্স। ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান হিসেবে সবগুলো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরি করলেন তিনি। তার আগে রিকি পন্টিং, হার্শেল গিবস, শচীন টেন্ডুলকার, হাশিম আমলা, বিরাট কোহলি ও রস টেলর এই রেকর্ড করেন। এদিন আরেকটি দারুণ রেকর্ড গড়েন ক্রিকেটের সুপারস্যান। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ছক্কার ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
৩৯৮ ম্যাচে ৩৫১টি ছক্কা নিয়ে সবার ওপরে রয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। ২৭০ ছয় নিয়ে দ্বিতীয় স্থানটি সনৎ জয়সুরিয়ার। ওয়ানডেতে গেইল মেরেছেন ২৫১টি ছক্কা। ২১৩ ছক্কা নিয়ে ভারতের মহেন্দ্র সিং ধোনি রয়েছেন চতুর্থ স্থানে। আজ নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন এবি। ২২৮ ম্যাচে ২০০টি ছক্কা মেরেছিলেন এই কিউই ব্যাটসম্যান। তাঁর চেয়ে ২৮ ম্যাচ কম খেলেই এবি ছক্কার ডাবল সেঞ্চুরি করলেন। সবচেয়ে কম ১৯৫ ইনিংসেই ছক্কার ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন শহীদ আফ্রিদি।