‘কাজ করছি দলের জন্য, মনোনয়নের জন্য নয়’
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এম এম কামাল হোসাইন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার রাজনৈতিক পরিপক্বতা পুনরায় প্রকাশ পেয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এনটিভি অনলাইনের সঙ্গে একান্ত আলাপচারিতায় আওয়ামী লীগের এই নেতা এসব কথা বলেন।
কামাল হোসাইন বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা এমনভাবে বিষয়টা হ্যান্ডেল (সামলে নিয়েছেন) করেছেন, যেখানে কাউকে রাজনীতি করার সুযোগ দেননি। এটাকে ইস্যু করে বিএনপি যে রাজনীতি করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে।’
‘শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন বলেই এটা হয়েছে। আপনারা জানেন যে, উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নেন’-বলেন এম এম কামাল।
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সরকার সক্ষম হবে কি না এমন প্রশ্নের জবাবে কামাল হোসাইন বলেন, ‘এটা শেখ হাসিনা সকল কৌশল দিয়ে চেষ্টা করছেন, করবেন। আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির মধ্য দিয়ে তিনি সফল হবেন বলে আমাদের বিশ্বাস।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের বক্তব্য স্পষ্ট। নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই হবে। আওয়ামী লীগ সংবিধানের বাইরে কিছু বিশ্বাস করে না। আর সেখানে বিএনপি আসবে আমার বিশ্বাস।’
বিএনপি না আসলে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ভাবনার কথা জানতে চাইলে কামাল হোসাইন বলেন, ‘সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন হবেই।’
অতীতে নির্বাচন কমিশন নিয়ে নানা বিতর্ক, আলোচনা-সমালোচনা হয়েছে, সেই ধারাবাহিকতায় বর্তমান নির্বাচন কমিশন আস্থার জায়গা ধরে রাখতে পারবে কি না জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আসলে অতীতে আপনারা দেখেছেন কী হয়েছে, কী হয়নি। সে ব্যাপারে যাচ্ছি না। বিএনপি তো সব কিছুতেই অযথা সমালোচনা করে। বর্তমানের নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কাজ করতে সক্ষম বলে আমরা বিশ্বাস করি। আমরা সে আস্থা রাখতে চাই। কিন্তু জনগণের ভোটে হেরে গেলে, অযথা সমালোচনায় অন্তত আওয়ামী লীগ বিশ্বাস করে না।’
আগামী নির্বাচনে নিজের জন্য মনোনয়ন চাইবেন কি না এমন প্রশ্নের জবাবে কামাল হোসাইন বলেন, ‘কাজ করছি দলের জন্য, মনোনয়নের জন্য নয়। দল যদি মনে করে তাহলে করব, না হয় না। নিজ থেকে দাবি করার কিছু নেই। আওয়ামী লীগের সভানেত্রী বোঝেন কাকে মনোনয়ন দিতে হবে, কাকে দিতে হবে না। আমরা যারা কেন্দ্রীয় রাজনীতি করি কিংবা জেলা-উপজেলায় কাজ করি। আমাদের কাজ হচ্ছে গণজোয়ার তৈরি করা। জনগণের রায়কে আমাদের পক্ষে নিয়ে আসা।’
তিনি বলেন, ‘সুতরাং আমাদের কাজ হচ্ছে নিজের কাজটি করে দলকে বিজয়ী করা। আমরা বিশ্বাস করি দল যদি শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় ক্ষমতায় আসে, তাহলে দেশের অবিশ্বাস্য উন্নতি হবে। সেভাবেই কাজ করছি, প্রত্যাশা করছি দল জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসবে।’
আওয়ামী লীগের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় দলীয় নেতাকর্মীদের দ্বন্দ্ব বাড়ছে, এটা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে কি না জানতে চাইলে কামাল হোসাইন বলেন, ‘একটা পর্যায়ে এটা থেমে যায়। অতীতেও এর নজির আছে। শেখ হাসিনা রাজনীতিতে ত্যাগের মধ্য দিয়ে যে সততা ও দক্ষতা অর্জন করেছেন, তা যেকোনো দ্বন্দ্ব বা মতবিরোধ মোকাবিলার করতে সক্ষম। আগামী নির্বাচনে আমাদের দল যাঁকে মনোনয়ন দেবে সব দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে তাঁর জন্য কাজ করবে।’
আগামী নির্বাচনে দলের মধ্য থেকে কেউ স্বতন্ত্র প্রার্থী হলে দল কোনো ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নের উত্তরে কামাল হোসাইন বলেন, ‘আমার বিশ্বাস, হবে না। এইবার হলে তাঁর বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে।’