মদিনা থেকে ঢাকায় উড়তে চায় বিমান বাংলাদেশ!
সৌদি আরবের মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ জন্য মদিনায় বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বিমান বাংলাদেশের সার্ভে টিম।
স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টায় মদিনার ইলাফ তাইয়্যেবা হোটেলের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আলী উছমান নূর। বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহকারী ব্যবস্থাপক (পরিকল্পনা) মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মোহাম্মদ হাফিজুল ইসলাম, জুনিয়র হিসাব কর্মকর্তা এস এম মোসাদ্দেক চৌধুরী।
বাংলাদেশি কমিউনিটির পক্ষে বক্তব্য দেন আরটিভির মদিনা প্রতিনিধি মুছা আবদুল জলিল, মাইটিভি মদিনা প্রতিনিধি ফ ই ম ফরহাদ, এনটিভি মদিনা প্রতিনিধি মোহাম্মদ আলী রাশেদ, মিলেনিয়াম ও যমুনা টিভির প্রতিনিধি আতিক উল্লাহ, মোহনা টিভির প্রতিনিধি শামীম আল মুনতাসির, প্রবাসীকাল ডট কম-এর সম্পাদক যাকারিয়া মাহমুদ ও প্রবাসের গল্পের সম্পাদক শাহাদাত হোসাইন।
এ সময় মদিনায় অবস্থানরত বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।