মতপার্থক্য দূর করেছি : আইনমন্ত্রী
সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে মতপার্থক্য দূর করার কথা জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের মতপার্থক্য দূর করেছি এবং আমরা একটা শৃঙ্খলাবিধির ব্যাপারে ঐকমত্যে এসেছি। এখন এই যে ঐকমত্যে আমরা যেটা এসেছি, সেই শৃঙ্খলাবিধি আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠাব। আমরা আশা করছি, ৩ ডিসেম্বর যে তারিখ তার আগেই ইনশাল্লাহ মহামান্য রাষ্ট্রপতির অনুমতিক্রমে, তিনি অনুমতি দিলে তিনি যদি এটা পড়ে রাজি হন তাহলে পরে আমরা গেজেট প্রকাশ করতে পারব।’
সম্প্রতি বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে সরকারের সঙ্গে তৎকালীন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিরোধে জড়ান। একপর্যায়ে তিনি ছুটি নিয়ে বিদেশে চলে যান।
গত ১০ অক্টোবর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিদেশে অবস্থানের জন্য অনুমতি চেয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে একটি চিঠি দেন। এতে তিনি ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশের বাইরে থাকার কথা উল্লেখ করেন। এর আগে গত ২ অক্টোবর এক মাসের ছুটির আবেদন করেন সুরেন্দ্র কুমার সিনহা। ছুটির কারণ হিসেবে তিনি ‘অসুস্থতা’র কথা উল্লেখ করেন।
সর্বশেষ গত ১০ নভেম্বর রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন সুরেন্দ্র কুমার সিনহা। ১৪ নভেম্বর তা গ্রহণ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
প্রসঙ্গত, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় গত ১ আগস্ট প্রকাশের পর থেকে মন্ত্রী-সংসদ সদস্যদের কঠোর সমালোচনার মুখে পড়েন প্রধান বিচারপতি। জাতীয় সংসদেও তাঁর সমালোচনা করা হয়।