আজ গণতন্ত্র ও অধিকার আদায়ের শপথ নেব : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অধিকার আদায়ের শপথ নেব। মুক্তিযুদ্ধের সত্যিকারের লক্ষ্য অর্জিত হয়নি।’
আজ রোববার দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ মুক্তিযোদ্ধা দলের সমাবেশে ফখরুল এ কথা বলেন।
বিএনপি নেতা বলেন, ‘মুক্তিযোদ্ধা দল কোনো রাজনৈতিক সংগঠন নয়, একটি গর্বিত প্রতিষ্ঠান। কিন্তু ধিক্কার দিই যখন দেখি মুক্তিযোদ্ধা দলের সমাবেশের অনুমতি না দেওয়ার জন্য বর্তমানে যে দলটি ক্ষমতায় রয়েছে, যারা নিজেদের মুক্তিযুদ্ধের একমাত্র ধারক মনে করে-বাহক মনে করে, সেই আওয়ামী লীগ সরকার সম্মেলনের অনুমতি দিতে গড়িমসি করে। আমরা লজ্জিত হই যখন দেখি এই শাসকগোষ্ঠী মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন চালাচ্ছে। যখন দেখি সত্যিকারের মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে তারা তাদের দলভুক্ত মুক্তিযোদ্ধাদের তালিকা নাম লিখছে।'
ফখরুল আরো বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের এই মাসে কাউকে ছোট করতে চাই না, খাটো করতে চাই না। আমরা ডেভিলসকে তার শেয়ার দিতে চাই। এই আদর্শ আমরা শিখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে। তারা আওয়ামী লীগ, তারা মুক্তিযুদ্ধকে একটা সেলফ প্রোডাক্টে পরিণত করেছে। ধর্ম ব্যবসায়ীরা যেভাবে ধর্মকে তাদের ব্যবসায় পরিণত করে, আজকে আওয়ামী লীগ, স্বাধীনতাকে, মুক্তিযুদ্ধ তাদের রাজনৈতিক একটা প্রোডাক্টে পরিণত করতে চাইছে। তারা ভাগ করে ফেলেছে দেশকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। তারা বলে যে, তারাই নাকি একমাত্র মুক্তিযুদ্ধে পক্ষের শক্তি।'