বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিন্ন দৃষ্টিতে দেখে না সরকার
যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো নিজস্ব ক্যাম্পাসে যায়নি, মুনাফা করাই তাদের মালিকদের লক্ষ্য ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, উচ্চ শিক্ষার নামে মূলত ব্যবসার উদ্দেশেই গড়ে উঠেছিল এসব বিশ্ববিদ্যালয়।
আজ বুধবার দুপুরে সাভারের দত্তপাড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে বক্তব্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘ন্যূনতম শর্ত পূরণ করেনি এমন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এভাবে আর বেশিদিন চলতে পারবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে দেশের আর্থ-সামাজিক বাস্তবতায় ভর্তি ও টিউশন ফি আরো সহনীয় করতে হবে। সরকার পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিন্ন দৃষ্টিতে দেখে না। কারণ সবাই এ দেশের সন্তান ও জাতির ভবিষ্যৎ।’
বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা মিলনায়তনে আয়োজিত সমাবর্তনে আরো বক্তব্য দেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, সমাবর্তন বক্তা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের সভাপতি এবং জর্জিয়ার ককেসাস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. কাখা শিঙ্গেলিয়া, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান।
সমাবর্তনে তিন হাজার ৪৯৮ জন নবীন গ্র্যাজুয়েটের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পাঁচজনকে দেওয়া হয় চ্যান্সেলর স্বর্ণপদক।