জিম্বাবুয়েকে ১৭০ রানে বেঁধে ফেলেছেন মাশরাফিরা
নতুন বছরের প্রথম ম্যাচে শুরুটা ভালোভাবেই করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই সিদ্ধান্তের যথার্থতা দারুণভাবে প্রমাণ করেছেন সাকিব-মুস্তাফিজরা। জিম্বাবুয়েকে আটকে দিয়েছেন মাত্র ১৭০ রানে। ১৭১ রান করতে পারলেই নতুন বছরের শুরুটা জয় দিয়ে করতে পারবে লাল-সবুজের দল।
নতুন বছরের শুরুটা দারুণভাবেই করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের প্রথম ওভারেই প্রতিপক্ষকে জোড়া ধাক্কা দিয়েছেন এই বাঁহাতি স্পিনার। সাজঘরে ফিরিয়েছেন সলোমন মায়ার ও ক্রেইগ অরভিনকে।
অষ্টম ওভারে অভিজ্ঞ ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজাকেও সাজঘরমুখী করেছেন মাশরাফি। ২৪ রান করে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিলেন ব্রেন্ডন টেলর। কিন্তু তাঁকেও খুব বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি মুস্তাফিজুর রহমান। ১৭তম ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন টেলর। জিম্বাবুয়ের আরেক ব্যাটিং ভরসা ম্যালকম ওয়ালারকেও খুব বেশিক্ষণ উইকেটে থাকতে দেননি সানজামুল ইসলাম। সাজঘরে ফিরিয়েছেন ২৬তম ওভারে।
মাত্র ৮১ রানের মাথায় পাঁচটি উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল জিম্বাবুয়ে। ষষ্ঠ উইকেটে ৫০ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিলেন সিকান্দার রাজা ও পিজে মুর। তবে ৩৯তম ওভারে রানআউট হয়ে ফিরে গেছেন রাজা। তার আগে তিনি খেলেছেন ৫২ রানের লড়াকু ইনিংস। শেষপর্যায়ে জেপি মুরের ৩৩ ও গ্রায়েম ক্রেমারের ১২ রানের ছোট দুটি ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৭০ রান জমা করতে পেরেছে জিম্বাবুয়ে।
বাংলাদেশের পক্ষে সবাই করেছেন দারুণ বোলিং। ৪৩ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন সাকিব। দুটি করে উইকেট পেয়েছেন মুস্তাফিজ ও রুবেল হোসেন। একটি করে উইকেট গেছে সানজামুল ইসলাম ও মাশরাফির ঝুলিতে।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে দল : হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মায়ার,পিজে মুর, ক্রেইগ অরভিন, সিকান্দার রাজা, টেন্ডাই চিসোরো, টেন্ডাই চাতারা, গ্রায়েম ক্রেমার, কাইল জারভিস, ক্রিস এমপফু ও ব্রেন্ডন মাভুটা।