চোখের জলে চিরবিদায়
শোকাহত মা আর লাখো মানুষকে কাঁদিয়ে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিলেন আরাফাত রহমান কোকো। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বায়তুল মোকাররম থেকে মরদেহবাহী গাড়িটি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে সেখানে পৌঁছায়। পরে কবরস্থানের ‘বি’ ব্লকের ১৮ নম্বর লেনের ১৮৩৮/১৪৭ নম্বর কবরে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
কোকোর মরদেহ কবরে নামানোর পরপরই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাঁদের সান্ত্বনা দেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কবর থেকে ১৫ গজ সামনে একটি ল্যাম্পপোস্টের নিচে কোকোর কবরটির অবস্থান।
দুপুরে কোকোর কবরের জায়গা নির্ধারিত হওয়ার পর থেকেই কবরস্থান ঘিরে উৎসুক বিএনপি ও ছাত্রদলের কর্মীরা ভিড় করতে শুরু করেন। মরদেহ পৌঁছানোর আগেই তা লোকারণ্য হয়ে যায়।
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক কোকোর কবরের জন্য নির্ধারিত জায়গা ঘুরে যান। এর পরপরই দুপুর ১টা ৩০ মিনিটে আটজন গোরখোদক কবর খননের কাজ শুরু করেন।
বিকেল সোয়া ৫টার দিকে বায়তুল মোকাররমে কোকোর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন খতিব অধ্যক্ষ মাওলানা মো. সালাহউদ্দিন।