যুক্তরাষ্ট্রে বিটকয়েন এক্সচেঞ্জ চালু
যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোয় দেশটির প্রথম অনুমোদিত বিটকয়েন এক্সচেঞ্জ চালু করেছে কয়েনবেজ। এতে আজ সোমবার এ এক্সচেঞ্জ চালুর অনলাইননির্ভর সাংকেতিক মুদ্রা বিটকয়েনের লেনদেন ও বিনিময়মূল্যে বড় ঊর্ধ্বগতি দেখা যায়।
কয়েনবেজ বিটকয়েন এক্সচেঞ্জের অনুমোদন পেতে পাঁচ মাস ধরে চেষ্টা করে আসছিল। এতদিন তারা মার্কিন এক্সচেঞ্জ নিয়ন্ত্রণকারী সংস্থার সমর্থন নিয়ে বৃহত্তম জনবসতিপূর্ণ নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়াসহ দেশটির প্রায় অর্ধেক জায়গায় বিটকয়েনের লেনদেন কার্যক্রম চালিয়ে আসছিল। তবে এখন যেখানেই বিটকয়েনের হিসাবধারী ব্যক্তি ও প্রতিষ্ঠান অনুমোদন পাবে, সেখানেই ব্যবসা করা যাবে বলে ওয়াল স্ট্রিটকে জানিয়েছেন কয়েনবেজের প্রতিষ্ঠাতা ব্রায়ান আর্মিস্ট্রং।
কয়েনবেজ এক্সচেঞ্জকে ৪৮৪ কোটি টাকা অর্থায়ন করছে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ, কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। কয়েনবেজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা বিটকয়েন লেনদেনকারীদের পুঁজির নিরাপত্তা দেবে এবং তাৎক্ষণিক দর পর্যবেক্ষণের সুবিধা দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০০৯ সালের জানুয়ারি মাসে বিশ্ব মুদ্রাবাজারে বিটকয়েনের আবির্ভাব হয়। বিটকয়েন হচ্ছে অনলাইনে ভার্চুয়াল প্রটোকলের মাধ্যমে মুক্ত উৎসে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। এ মুদ্রা লেনদেন মাইনার নামে একটি সার্ভারে সুরক্ষিত থাকে। পিয়ার-টু-পিয়ার যোগযোগব্যবস্থায় যুক্ত একাধিক কম্পিউটার বা স্মার্টফোনের মধ্যে বিটকয়েন লেনদেন হলে এর কেন্দ্রীয় সার্ভার ব্যবহারকারীর লেজার হালনাগাদ করে দেয়। একটি লেনদেন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নতুন বিটকয়েন উৎপন্ন হয়। ২১৪০ সাল পর্যন্ত নতুন সৃষ্ট বিটকয়েনগুলো প্রতি চার বছর পরপর অর্ধেকে নেমে আসবে। ২১৪০ সালের পর দুই কোটি ১০ লাখ বিটকয়েন তৈরি হয়ে গেলে আর কোনো বিটকয়েন তৈরি করা যাবে না।
বিটকয়েন লেনদেন সম্পন্ন করতে কোনো আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রণকারী সংস্থা ও নিকাশ ঘরের প্রয়োজন হয় না। আর এর লেনদেনের গতিবিধি কোনোভাবেই অনুসরণ করা যায় না। তাই বিশ্বের বিভিন্ন জায়গায় বিটকয়েন ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠছে। তবে বৈধ পণ্য লেনদেন ছাড়াও মাদক চোরাচালান ও অর্থপাচার কাজেও বিটকয়েনের ব্যবহার বাড়ছে আশঙ্কাজনক হারে।
বিটকয়েন দিয়ে কোনো পণ্য কেনা হলে তা বিক্রেতার হিসাবে পাঠানো হয়। বিক্রেতা সেই মুদ্রা দিয়ে পরবর্তী সময়ে আবারও পণ্য কিনতে পারেন। এ ক্ষেত্রে সমানসংখ্যক বিটকয়েন ক্রেতার লেজার থেকে কমে যায়। আজ এক বিটকয়েন বিনিময়মূল্য ছিল ২১ হাজার ৮৮৭ টাকা ৬০ পয়সা।