আন্তর্জাতিক বাজারে ইমেজ সংকট দূর করেছি : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, গত ছয় বছরে দেশের অর্থনীতির ব্যাপক উন্নতি হয়েছে। অগ্রগতির ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আন্তর্জাতিক বাজারে দেশের ইমেজ সংকট দূর করেছি। দুর্ভাগ্য, তথাকথিত আন্দোলনের নামে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।
আজ সোমবার বিশ্ব কাস্টমস দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০১-০৬ বছরে রিজার্ভ ছিল গড়ে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার, যা চলতি বছর দাঁড়িয়েছে ২২ দশমিক চার বিলিয়ন ডলার। রেমিট্যান্স ২০০৬ সালের চেয়ে এখন দ্বিগুণ। আমরা সব ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ও এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ধৈর্যের একটি সীমানা আছে, যেটি পেরিয়ে গেলে মহাবিপদ। আমাদের কারো সীমানা পেরোনো উচিত নয়। দেশের অভ্যন্তরীণ চলাফেরা করা এই মুহূর্তে বিপজ্জনক। এটি হয়েছে প্রতিহিংসা পরায়ণতার জন্য। এর মাধ্যমে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। এই পরিস্থিতি উত্তরণে সবার সহযোগিতা দরকার।
ড. মসিউর রহমান বলেন, আমাদের অর্থনীতি কৃষি নির্ভরশীলতা থেকে বেরিয়ে শিল্পের দিকে যাচ্ছে। ফলে দিন দিন রপ্তানি বাড়ছে। এ ক্ষেত্রে শুল্ক আরো বাড়বে। আমাদের অর্থনীতির বড় কৌশল হচ্ছে বিশ্ব অর্থনীতির সঙ্গে উদারভাবে যুক্ত হওয়া।
কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, কাস্টমস কর্মকর্তাদের কাছে যেতে মানুষ যাতে ভয় না পায় সে জন্য তাঁদের ব্যবহারের পরিবর্তন আনতে হবে। দেশের মানুষ ভ্যাট, ট্যাক্স ও আয়কর না দিলে আজ আড়াই লাখ কোটি টাকার বাজেট সরকার করতে পারত না। আগামী অর্থ বছরে তিন লাখ কোটি টাকার বাজেট করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।