হকি দলের ষষ্ঠ হওয়ার সান্ত্বনা
লক্ষ্য ছিল সেমিফাইনালে খেলার। তবে কোয়ার্টার ফাইনালে ওমানের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের সেই লক্ষ্য পূরণ হয়নি। বিশ্ব হকি লিগের দ্বিতীয় পর্বে পঞ্চমও হতে পারেননি জিমি-চয়নরা। রোববার ইউক্রেনের কাছে ৩-১ গোলে হেরে যাওয়ায় ষষ্ঠ হওয়ার সান্ত্বনা নিয়ে সিঙ্গাপুর থেকে ফিরতে হচ্ছে হকি দলকে।
চতুর্থ মিনিটে সের্গেই দিয়াচুকের গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। ২২ মিনিটে আর্তেম ওজেরস্কির গোলে ব্যবধান হয়ে যায় ২-০। ৩৯ মিনিটে অধিনায়ক কৃষ্ণ কুমার দাসের গোল বাংলাদেশকে সমতার স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু ৫৫ মিনিটে ভিয়াচেস্লাভ পাজিয়ুকের লক্ষ্যভেদ শেষ করে দেয় সেই স্বপ্ন।
তাই আগের ম্যাচে সিঙ্গারপুরকে ৩-০ গোলে হারালেও শেষ ম্যাচে হার নিয়েই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।
টুর্নামেন্টে ছয়টি ম্যাচ খেলে সিঙ্গাপুর ছাড়া শুধু মেক্সিকোকে হারাতে পেরেছে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে মেক্সিকানদের বিপক্ষে ৬-১ গোলে জয়ের আনন্দ ফিকে করে দিয়েছে জাপান (১-৫) ও পোল্যান্ডের (০-৫) কাছে বড় ব্যবধানে হার।
কোয়ার্টার ফাইনালে ওমানের সঙ্গে অবশ্য ভালোই লড়াই করেছে বাংলাদেশ। কিন্তু নির্ধারিত সময় ৩-৩ গোলে শেষ করার পর শুট আউটে ০-২ গোলে হার সেমিফাইনালের আশা শেষ করে দিয়েছে।
টুর্নামেন্টের প্রথম তিনটি দল বিশ্ব হকি লিগের তৃতীয় পর্বে খেলার সুযোগ পাবে।