জাতীয় অ্যাথলেটিক্স স্থগিত
দিন-তারিখ ঠিক না হলেও জানুয়ারির শেষ সপ্তাহে জাতীয় অ্যাথলেটিক্স হওয়ার কথা ছিল। সে অনুযায়ী জেলা ক্রীড়া সংস্থা, অ্যাথলেটিক্স ক্লাব ও সার্ভিসেস দলগুলোকে চিঠি দিয়েছিল ফেডারেশন। তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেও ২০ দলীয় জোটের চলমান অবরোধের কারণে এই প্রতিযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবরোধের কারণে ৩৯তম জাতীয় অ্যাথলেটিক্স মিট স্থগিত করা হয়েছে। প্রতিযোগিতার তারিখ পরে জানানো হবে।
অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিশ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা এই মাসেই জাতীয় মিট আয়োজন করতে চেয়েছিলাম। ভেবেছিলাম রাজনৈতিক সংকট কেটে যাবে। সেজন্য শেষ পর্যন্ত অপেক্ষাও করেছিলাম। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় আমরা এই প্রতিযোগিতা স্থগিত করতে বাধ্য হয়েছি।’
‘বর্তমান অবস্থায় ঢাকার বাইরের কোনো জেলা থেকে অ্যাথলেটদের আসা সম্ভব নয়। আমরা ঝুঁকি নিয়ে তাদের আনার পক্ষেও নই। তাই এই প্রতিযোগিতা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’