বাবা ফিরে এলেও ছেলেকে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত থেকে বাংলাদেশি এক শিশুকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার ধুগরীয়া গ্রামের জমির উদ্দিন ও তাঁর ছেলে সাব্বির (১৩) ডাবরী সীমান্তের ৩৬৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় সাব্বির কাঁটাতারের বেড়া পার হয়ে গেলেও তার বাবা ফিরে আসেন। পরে সাব্বিরকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
ঠাকুরগাঁও-৩০ বিজিবির পরিচালক তুষার বিন ইউনুস এনটিভিকে জানান, আটক শিশুকে ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিএসএফ শিশুটিকে ফেরত দেবে বলে আশ্বস্ত করেছে।