যশোরে বিএনপির ৪ নেতার বাড়িতে ককটেল হামলা
যশোর শহরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ দলের চার নেতার বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া এক নেতার দোকানে অগ্নিসংযোগ করা হয়। গতকাল বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
তরিকুল ইসলাম ছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদ্ক সৈয়দ সাবেরুল হক সাবু, সহসভাপতি গোলাম রেজা দুলু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও সহসম্পাদক মিজানুর রহমান খানের বাড়ি ও দোকানে এই হামলা চালানো হয়।
দুর্বৃত্তরা প্রথমেই বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের ঘোপ এলাকার বাড়িতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
বিএনপি নেতা তরিকুল ইসলামের স্ত্রী নার্গিস বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে তিনি হঠাৎ দুটি বিস্ফোরণের শব্দ শোনেন এবং উঠানে গিয়ে বিস্ফোরিত ককটেলের অংশ দেখতে পান। এ সময় তরিকুল ইসলাম বাড়িতে ছিলেন না।
রাত ২টার দিকে সাবেরুল হকের বাড়িতে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সাবেরুল জানান, বোমার স্প্লিন্টারে ঘরের জানালা ভেঙে গেছে।
একই সময়ে মিজানুর রহমান খানের বাড়ির পাশে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন টের পেয়ে আগুন নিয়ন্ত্রণ করে। একই রাতে দেলোয়ার হোসেন খোকন ও গোলাম রেজা দুলুর বাড়িতে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
জেলা পুলিশের মুখপত্র জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন বিএনপি নেতাদের বাড়িতে ককটেল হামলার ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।