প্রধানমন্ত্রীর বক্তব্য নাশকতা উসকে দেবে : বিএনপি
অবরোধ-হরতালে নাশকতাকারীদের দমনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য নাশকতাকে আরো উসকে দেবে বলে মনে করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাঁর দলের এ অবস্থানের কথা জানান।
গতকাল বুধবার পুলিশের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাশকতাকারীদের দমনে কঠোর হতে বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘দমন করুন, দায়িত্ব আমার।’
প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের একদিন পর বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল বিএনপি। বিবৃতিতে রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, ‘যে কোনো উপায়ের’ পরিণতি কি তাহলে আরো অনেক লাশের খালে-বিলে-নদীতে ভেসে ওঠা? যৌথবাহিনী কর্তৃক গ্রামের পর গ্রামে তাণ্ডব-দহন, বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মীকে হত্যার পর বন্দুকযুদ্ধের কাহিনী বলা?
বিবৃতিতে আরো বলা হয়, বিরোধী দলের অস্তিত্ব রেখে কখনোই নাৎসি শাসন বজায় রাখা যায় না। তাই বাংলাদেশি নাৎসিরা বিরোধী দল, বিরোধী মত, সরকারকে সমালোচনা করার অধিকারকে নস্যাৎ করার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নে উঠেপড়ে লেগেছে। আর এ জন্য জনগণকে বিভ্রান্ত করতে প্রচারণার ওপর নির্ভর করতে হচ্ছে। এই প্রচারণা বিরোধী দলের বিরুদ্ধে। বিরোধী দলের পাল্টা বক্তব্যের সুযোগ থাকে না। কারণ তাদের পক্ষে কোনো গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হলে সেই সংবাদমাধ্যমটির মৃত্যু ঘটবে।
রিজভী আহমেদ বলেন, পেট্রলবোমা ছুড়ে নিরীহ মানুষকে অগ্নিদগ্ধ করার দায় চাপানো হচ্ছে বিরোধী দলের ওপর। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গোয়েন্দা বাহিনীর বন্দুকযুদ্ধের আষাঢ়ে গল্প বানানো হলেও খিলগাঁও এর ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি, নড়াইল পৌরসভার কাউন্সিলর ইমরুল কায়েস, কানসাটের ছাত্রদল নেতা মতিয়ার রহমান, চাঁপাইনবাবগঞ্জ ছাত্রশিবিরের নেতা আসাদুজ্জামান তুহিনসহ জোটের আরো কিছু নিষ্ঠাবান কর্মীকে এরই মধ্যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।