আওয়ামী লীগ ১০, বিএনপি ৫
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতিসহ ১০টি পদে বিজয়ী হয়েছে। বিএনপি সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে জয়ী হয়েছে। গতকাল বুধবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে জয়ী হয়েছেন সভাপতি পদে গিয়াস উদ্দিন, সহসভাপতি পদে আলহাজ আবু বকর সিদ্দিক, সহকারী সম্পাদক পদে ধীমান কুমার সরকার ও মিঞা মঞ্জুরুল আলম, অডিটর পদে আবদুল মোত্তালেব লাল, সদস্য পদে রোকসানা আক্তার, মো. ইয়াছিন আলী, মো. হাবিবুল্লাহ মিলন, লুৎফর রহমান শামীম ও মৃগাঙ্ক শেখর সরকার।
বিএনপি-সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে মো. নুরুল হক, সহসভাপতি পদে আবু হানিফ খান, সহকারী সম্পাদক পদে মোহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য পদে শামছুন্নাহার শীলা ও ওবায়দুল হক শোভন।
ময়মনসিংহ বারের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর ২৭ জানুয়ারি নির্বাচন হয়। গত মঙ্গলবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। ৭৮৬ জন ভোটারের মধ্যে ৭৩৪ জন ভোট দেন। ভোট নেওয়ার পর সন্ধ্যা থেকে সারা রাতব্যাপী ভোট গণনা করা হয়। বুধবার সকালে ফলাফল ঘোষণা করেন বারের বর্তমান সাধারণ সম্পাদক ফজলুল হক।
২০০০ সাল থেকে আইনজীবী সমিতির ১৫টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরাই বিভিন্ন পদে নির্বাচিত হয়ে আসছিলেন। প্রায় ১৪ বছর পর আবার বিএনপি সমর্থিত প্যানেলে সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে জয় পেল। এর মধ্যে শুধু ২০১২ সালে বিএনপি সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সাধারণ সম্পাদক পদে নাজিম উদ্দিন নির্বাচিত হন।