গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের আদমজীগামী যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বেলা ২টা ৩৫ মিনিটে নগরের কাপ্তানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন এনটিভিকে বলেন, গুলিস্তানের মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় কমল পরিবহনের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার এলাকায় ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায়ও কেউ হতাহত হয়নি।