সিঙ্গাপুরকে লড়াই করে হারাল থাইল্যান্ড
বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে অতিকষ্টে হারিয়েছে থাইল্যান্ড। শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে থাইল্যান্ড জিতেছে ৩-২ গোলে।
ষষ্ঠ মিনিটে থাইল্যান্ডকে এগিয়ে দেন মিডফিল্ডার সেনসোমাইদ আদিসাক। ডিফেন্ডার পিমকন জাতুরংয়ের কর্নার থেকে হেড করে গোল করেন তিনি।
৩১ মিনিটে শ্রিনাওয়াং চাইওয়াতের গোল দ্বিগুণ করে ব্যবধান।
০-২ গোলে পিছিয়ে বিরতিতে যাওয়া সিঙ্গাপুর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায়। ৪৯ মিনিটে ফরোয়ার্ড ইকরাম ইয়াজিদের গোলে ব্যবধান কমে হয় ২-১।
তার চার মিনিট পর সমতাও নিয়ে আসে সিঙ্গাপুর, স্ট্রাইকার তৌফিক সুপর্ণর লক্ষ্যভেদে।
তবে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি সিঙ্গাপুর। ৮০ মিনিটে অধিনায়ক পাকর্নের গোল মূল্যবান জয় এনে দেয় থাইল্যান্ডকে।