অবরুদ্ধ হয়ে খালেদা জিয়াকে না খেয়ে মরতে হবে : নৌমন্ত্রী
চলমান অবরোধ ও হরতাল কর্মসূচি আগামী ২ ফেব্রুয়ারির প্রত্যাহার না করলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ ও পানির সংযোগ কেটে দেওয়ার হুমকি দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। একই সঙ্গে তাঁকে অবরুদ্ধ করার হুমকি দিয়েছেন। তখন খালেদা জিয়াকে না খেয়ে মৃত্যুবরণ করতে হবে বলে তিনি উল্লেখ করেছেন।
আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘আগামী ২ তারিখে বাংলাদেশে এসএসসি পরীক্ষা শুরু হবে। আপনাদের প্রত্যাহার করতে হবে এ অবরোধ, হরতাল। আর যদি না করেন, আপনি এমনভাবে অবরুদ্ধ হবেন; আপনার বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হবে, আপনার পানির লাইন কেটে দেওয়া হবে। আপনার বাড়ির সামনে সব পোড়া গাড়ি নিয়ে আমার মালিক শ্রমিকরা হাজির হবে। চারদিক থেকে এমনভাবে আপনাকে ঘেরাও করা হবে। অবরুদ্ধ হয়ে আপনাকে না খেয়ে সেখানে মরতে হবে।’
শাজাহান খান অবিলম্বে খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে ১২ দফা দাবি জানিয়ে চারদিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে ৩১ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী বিক্ষোভ সমাবেশ; ৩ ফেব্রুয়ারি সব জেলা শহরে শ্রমিক-কর্মচারীসহ সব পেশার মানুষকে সঙ্গে নিয়ে বিক্ষোভ সমাবেশ; ৫ ফেব্রুয়ারি কর্মকর্তা-কর্মচারীরা রাস্তায় নেমে সব গাড়ি, লঞ্চ-স্টিমার ও যানবাহনে টানা ১৫ মিনিট হর্ন বাজিয়ে, সব দোকানদার তার দোকানের সামনে পাঁচ মিনিট দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে এবং কৃষকরা নিজ নিজ কর্মক্ষেত্রে ১৫ মিনিট দাঁড়িয়ে প্রতিবাদ করবেন।
সমাবেশে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জাসদ নেত্রী শিরিন আখতার, সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান, ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, চলচ্চিত্রকার কাজী হায়াৎ প্রমুখ।