আট জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২০
আট জেলায় আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এরমধ্যে ময়মনসিংহ সদরে পাঁচজন, মুন্সীগঞ্জের গজারিয়ায় চারজন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় চারজন এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া নীলফামারীর সৈয়দপুর, হবিগঞ্জের মাধবপুর, বরিশালের বাবুগঞ্জ ও পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একজন করে নিহত হয়েছেন।
বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
আইয়ুব আলী (ময়মনসিংহ) : ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রামগোপালপুরে আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় সিএনজিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন মারা গেছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম এনটিভিকে জানান, বাস ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনযাত্রী মারা যান।
পাশের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর আরো দুজন মারা যান। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
নাফিজ আশরাফ (নারায়ণগঞ্জ) : ফতুল্লার শান্তিধারা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ট্রাকের ধাক্কায় শিশুসহ তিন রিকশা আরোহী মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফতুল্লার তুষারধারা এলাকার অলিউল্লাহ, তাঁর মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী সুমাইয়া (৮) এবং রিকশাচালক শামসুল হক।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এনটিভিকে জানান, অলিউল্লাহ তাঁর মেয়েকে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন। পেছন থেকে একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়ার পর সুমাইয়া ও রিকশাচালক শামসুল মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান অলিউল্লাহ।
মঈনউদ্দিন সুমন (মুন্সীগঞ্জ) : গজারিয়া উপজেলার জামালদী বাসস্ট্যান্ডের কাছে একটি ট্রাক উল্টে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই পথচারী। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার মো. কালু (৩৯) ও মন্টু মিয়া (১৬) এবং সদর উপজেলার ইদ্রাকপুরের অঞ্জলী রানী সাহা (৪৪)।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এনটিভিকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জামালদী বাসস্ট্যান্ডের কাছে কুমিল্লাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
আহত তিনজনকে প্রথমে ভবেরচর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে অঞ্জলী রানী সন্ধ্যায় মারা যান। বাকি দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, বিকেল ৫টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছে। নিহত দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিজানুর রহমান (ঝিনাইদহ): শৈলকুপা উপজেলার দুধসর আশ্রয়ণ প্রকল্পের সামনে ট্রাকের ধাক্কায় একটি টেম্পোর চার যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো চারজন। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শৈলকুপার কানাপুকুরিয়া গ্রামের শফিউদ্দিন (৪০), মজিবুর রহমান (৩৫), রেজাউল ইসলাম (৪০) ও আমিরুল ইসলাম (৩৫)। তাঁরা সবাই পান ব্যবসায়ী।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার শ্রীরামপুর গ্রামের মিলন (৩৫), আলমগীর (৪০); চরপাড়ার নুরুল ইসলাম (৪০) এবং দুধসর গ্রামের মোমিন জোয়ার্দার (৩৫)। মমিনকে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং বাকি তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিলনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল এনটিভিকে বলেন, কানাপুকুরিয়া গ্রাম থেকে পান ব্যবসায়ীরা টেম্পোযোগে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথে দুধসর আশ্রয়ণ প্রকল্পের সামনে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে টেম্পোটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন নিহত হন। তবে পুলিশ ট্রাকটি আটক করতে পারেনি।
মো. মোস্তফা অবিদ (নীলফামারী) : সৈয়দপুর উপজেলার মিস্ত্রি পাড়ায় ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ ওই এলাকার নাদিম মিয়ার ছেলে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ঘটনায় আহত শুভর মাসহ আরো একজনকে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী চালককে আটক করে পুলিশে দিয়েছে।
মাহবুব হোসেন সারমাত (হবিগঞ্জ) : মাধবপুর পৌর এলাকায় পিকআপ চাপায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ চালক নূর আলমকে আটক করেছে।
নিহত কাঞ্চন বিবি (৭০) পৌরসভার কাছারী এলাকার ছানু মিয়ার স্ত্রী।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সুহৃদ চাকমা জানান, কাঞ্চন বিবি পৌর এলাকার সিএনজি স্টেশনের পাশ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী রেজিস্ট্রেশনবিহীন একটি ফার্নিচার বোঝাই পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আখতার ফারুখ শাহীন (বরিশাল) : বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক নারী (৪৫) নিহত হয়েছেন। সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, কাউখালী থেকে ঢাকাগামী সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী বাসটি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে উজিরপুর উপজেলার ইছলাদি এলাকা থেকে বাসটিকে আটক করা হয় বলে জানান উজিরপুর থানার ওসি নুরুল ইসলাম। তিনি জানান, চালক বাস রেখে পালিয়ে গেছেন।
সাজ্জাদুর রহমান সাজ্জাদ (পঞ্চগড়) : তেঁতুলিয়া উপজেলার শালবাহানহাট ইউনিয়নের নতুনবস্তি এলাকায় ট্রাক্টর (মাহিন্দ্র) উল্টে রজব আলী (৩০) নামের এক চালকের সহকারীর মৃত্যু হয়েছে।
দুপুরে পাথর বোঝাই ট্রাক্টরটি উল্টে ঘটনাস্থলেই নিহত হন রজব। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সারিয়ালজোত গ্রামের রুস্তম আলীর ছেলে।
শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান জানান, নতুনবস্তি গ্রামের পাথর কোয়ারি থেকে ট্রাক্টরে পাথর ভরে ভজনপুর বাজরের দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি (মাহিন্দ্র) উল্টে যায়। এ সময় চালক পালাতে সক্ষম হলেও তাঁর সহকারী রজব ট্রাক্টরের নিচে চাপাপড়ে ঘটনাস্থলেই মারা যান।
তেঁতুলিায়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম আসাদুজ্জামান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।