নাশকতার অভিযোগে রিজভী গ্রেপ্তার
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিএনপির গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার এনটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এনটিভিকে জানান, নাশকতা ও চলমান সহিংসতায় জড়িত থাকার অভিযোগে রিজভীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে র্যাব-১-এর কার্যালয়ে রাখা হয়েছে। শিগগিরই তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
তবে কোন কোন মামলায় রিজভী আহমেদকে গ্রেপ্তার দেখানো হবে, এ বিষয়ে পুলিশই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন র্যাবের এ পরিচালক।