‘লাইন কেটে দেওয়া নিকৃষ্টতম কাজ’
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক কলঙ্কের সবচেয়ে খারাপ উদাহরণ বলে মন্তব্য করেছেন বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় সংলাপ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন বদরুদ্দোজা চৌধুরী। গুড গভর্নেন্স ফোরাম এই বৈঠকের আয়োজন করে।
বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি বলেন, ‘আপনি বিদ্যুতের লাইন কেটে দিলেন, ইন্টারনেট যাতে না চলে সেই ব্যবস্থা করে দিলেন...এটা যদি সত্য হয়, তাহলে আমাদের রাজনীতিতে রাজনৈতিক কলঙ্কের খুব খারাপ উদাহরণ আর সৃষ্টি হবে না। প্রধানমন্ত্রী হয়ে খালেদা জিয়াও যদি এই কাজ করেন তাঁকেও আমি নিকৃষ্ট বলব। নিকৃষ্টতার এটা নিম্নতম পর্যায়ে চলে গেছে। আপনারা আলোচনায় বসুন, কথা বলুন...কথা বলুন...কথা বলুন। এর বিকল্প কিছু নাই। ১৬ কোটি মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে পারবেন না। কেউ না।’
এর আগে আজ সকাল ৮টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের কেব্ল সংযোগ (ডিশলাইন) বিচ্ছিন্ন করে দেওয়া হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে পুলিশ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) লোক এসে কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
গোলটেবিল বৈঠকে অংশ নেন রাষ্ট্রবিজ্ঞানী ড. মিজানুর রহমান শেলী, বিচাপতি সিকদার মকবুল হক প্রমুখ।