ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ সময় দোকান ও বসতবাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এলাকাবাসী জানায়, রাজঘরের রফিক ও আলী আজমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পাঁচটি দোকান ও ৯টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকুল চন্দ্র বিশ্বাস জানান, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।