মুক্তিযোদ্ধার ইতালীয় কোচ বরখাস্ত
মাত্র এক মাস আগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের দায়িত্ব নিয়েছিলেন ফ্লাভিও রাফফো। কিন্তু দলের কর্মকর্তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় চাকরি হারাতে হলো এই ইতালীয় কোচকে। শুক্রবার বরখাস্ত হওয়ার পর রাতেই দেশে গেছেন তিনি।
কোচ শফিকুল ইসলাম মানিককে সরিয়ে গত ডিসেম্বরে মুক্তিযোদ্ধার দায়িত্ব দেওয়া হয় রাফফোকে। তাঁর চুক্তির মেয়াদ ছিল ছয় মাস।
রাফফোকে ছাঁটাই করার কারণ সম্পর্কে মুক্তিযোদ্ধার ম্যানেজার ফিরোজ মাহমুদ টিটু বলেন, ‘ক্লাবের কর্মকর্তা আর খেলোয়াড়দের সঙ্গে প্রতিদিন তিনি খারাপ ব্যবহার করতেন। বেতন বাড়ানোর জন্য অনেকবার চাপও দিয়েছিলেন। তাই তাঁকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।’
‘তবে আমরা তাঁর বেতন-ভাতা আটকে রাখিনি। মাত্র এক মাস কাজ করলেও চুক্তি অনুযায়ী বেতনের ৪০ শতাংশ তাঁকে দিয়ে দেওয়া হয়েছে।’
আর বিদেশির পেছনে ছোটা নয়, মুক্তিযোদ্ধা এখন স্থানীয় কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতবারের পেশাদার লিগে তৃতীয় হওয়া দলটি নতুন কোচ খোঁজা শুরু করেও দিয়েছে।