মাহির অভিনয় ছাড়া নিয়ে ধোঁয়াশা
এ প্রজন্মের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি আর অভিনয় করবেন না—এমন খবর এরই মধ্যে প্রচারিত হয়েছে কয়েকটি সংবাদমাধ্যমে। এর ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বিভিন্ন মহলে। মাহির সমালোচকরা বলছেন, মাহি মিথ্যাবাদী, তিনি ভক্তদের সঙ্গে প্রতারণা করছেন। আবার অনেকে বলছেন, এটি জাজ মাল্টিমিডিয়ার বিপণন কৌশল। অনেকে আবার বলছেন, মাহি যদি এখন ‘না’ বলে আবার পরে অভিনয়ে ফিরে আসেন, তাহলে ভক্তরা মাহির ওপর থেকে আস্থা হারাতে পারেন। এমন মিশ্র প্রতিক্রিয়াই দেখা গেল এফডিসির বিভিন্ন কলাকুশলী ও চলচ্চিত্রসংশ্লিষ্টর মধ্যে। গত ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে মাহির একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এমন সমালোচনার ঝড় ওঠে।
স্ট্যাটাসে মাহি বলেন, “হাতে থাকা সিক্যুয়াল ছবি ‘অগ্নি-২’-এর পর আর কোনো ছবিতে কাজ করব না। নিউইয়র্কে গ্র্যাজুয়েশন শেষ করতে চাই।” মাহিয়া মাহির এমন স্ট্যাটাসকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ধোঁয়াশা। ৩১ জানুয়ারি নিউইয়র্কে পৌঁছে এমন স্ট্যাটাস দেওয়ায় আলোচনার ঝড় বইছে দেশের চলচ্চিত্রজগতে।
বিষয়টি জানতে চেয়ে যোগাযোগ করা হয় মাহির সঙ্গে। মাহি বলেন, “আমি এখন নিউইয়র্কে। গ্র্যাজুয়েশনটা শেষ করতে চাই। এখানকার একটি বিশ্ববিদ্যালয়ে বিবিএ অনুষদে ভর্তি হতে এসেছি। নতুন আর কোনো ছবিতে অভিনয় করব না। তাই ‘অগ্নি-২’ হতে যাচ্ছে আমার শেষ ছবি।”
দেশে ফিরছেন কবে? এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘একেবারে চলে এসেছি। ম্যানহাটনের একটি হোটেলে উঠেছি আপাতত। চলচ্চিত্রে আর কাজ করার ইচ্ছা নেই। পড়াশোনাটা ঠিকঠাক করতে চাই এখন।’
জাজের কর্ণধার আবদুল আজিজকে ফোনে না পেয়ে কথা হয় জাজের মিডিয়া ম্যানেজার মুন্তাহিদুল লিটনের সঙ্গে। তিনি বলেন, ‘মিডিয়াতে এমন অনেক কথাই আসে, আবার এসব কথার পেছনে অনেক কারণও থাকে। দেখা যাক কী হয়।’
২০ ফেব্রুয়ারি থেকে ‘অগ্নি-২’ ছবির শুটিং শুরু হচ্ছে ব্যাংককে। এ ছবিতে মাহির সহশিল্পী থাকছেন কলকাতার ওম। ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।
২০১২ সালে ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে মাহির অভিষেক ঘটে। ২০১৩ সালে ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসা’সহ মোট পাঁচটি ছবি মুক্তি পায়।২০১৪ সালে ‘অগ্নি’, ‘কি দারুণ দেখতে’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’, ‘দেশা : দ্য লিডার’ ও ‘অনেক সাধের ময়না’—এই ছয়টি ছবি মুক্তি পায়। এ বছর ১৫ জানুয়ারি কলকাতা ও বাংলাদেশে একযোগে মুক্তি পায় ‘রোমিও বনাম জুলিয়েট’।
‘অগ্নি-২’-এর পর মাহিকে আর চলচ্চিত্রে দেখা যাবে না—এমন খবরে হতাশ হন তাঁর ভক্তরা। তবে চলচ্চিত্রসংশ্লিষ্টদের অনেকেই মনে করছেন, আবারও ফিরে আসবেন মাহি। আবারও নতুন ছবিতে, নতুন চরিত্রে কাজ করবেন তিনি। এখন দেখার পালা, কার কথা ঠিক—মাহি, না সমালোচকদের।